সমাজের আলো : কক্সবাজারের বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার বোন ও মামলার বাদি শারমিন শাহরিয়ার ফেরদৌস। সোমবার রায়ের পর এই প্রতিক্রিয়া জানান তিনি।
শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়।’ একইসাথে রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি এই মামলায় যারাই যেভাবে সহযোগিতা করেছেন ও সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান তিনি।শারমিন শাহরিয়ার ফেরদৌস জানান, রায়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সাথে আলোচনার পর বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তিনি।

