যশোর অফিস : যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। নতুন করে ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জন আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হার প্রায় ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন অফিস ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে একজন আর উপসর্গ নিয়ে মারা গেছে একজন। হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। আইসোলেশনে ২৪৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে সদর উপজেলায় ৮৫ জন, অভয়নগরে দুইজন, চৌগাছায় পাচজন, ঝিকরগাছায় ১২ জন, কেশবপুরে তিনজন, মণিরামপুরে তিনজন, শার্শায় পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৬৫ জন। সুস্থ হযেছেন ২১ হাজার ৪৯১ জন। মত্যুবরণ করেছেন ৫২০ জন। হাসপাতালে ১৯ জন ভর্তি এবং আইসোলেশনে ১২৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *