আশরাফুল ইসলাম,দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জেলা আঃলীগের প্রয়াত সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১ ফেব্রুয়ারী, ২২ ইং মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত উক্ত স্মরন সভা ও আলোচনায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আঃলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। সর্বজন শ্রদ্ধেয় মুনসুর আহম্মেদের ১ম মৃত্যুআর্ষিকীর আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আঃলীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা আঃলীগের সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক শাহজাহান আলী, বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুতি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামছ, দেবহাটা উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ফারুক হোসেন রতন ও আরশাদ আলী, সখিপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হুমায়ুক কবীর হীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা জেলা আঃলীগের প্রয়াত সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তাকে একজন আদর্শবান জননন্দিত নেতা হিসেবে আখ্যা দেন। এছাড়া তার আদর্শকে স্মরন করে নেতা কর্মীদের উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
