ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর মিলপাড়ার মানসিক প্রতিব›দ্বী যুবক বাবু(৩২) গত পাঁচ দিন ধরে বাড়ী থেকে নিখোঁজ হয়েছে। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে জীবননগর থানায় বুধবার সকালে একটি সাধারন ডাইরী করেছেন।

পারিবারিক সুত্র জানায়,জীবননগর পৌর এলাকার লক্ষীপুর মিলপাড়ার আবু তাহের ফকিরের ছেলে বাবু গত দশ বছর আগে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। সেই থেকে বাবু মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়ে। তার পরিবার তাকে সুস্থ্য করতে দেশের নামীদামী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করান। কিন্তু তাকে পুরোপুরি সুস্থ্য করে তোলা সম্ভব হয়নি। বাবু খেয়াল খুশিমত জীবনযাপন করে আসছিল। এ অবস্থায় মানসিক প্রতিব›দ্বী বাবু ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ী থেকে বের হয়। পরবর্তীতে বাড়ীতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করতে থাকে। কিন্তু কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ বাবুর পিতা তাহের ফকির বলেন,আমার ছেলে বাড়ী থেকে বের হওয়ার সময় তার পরনে প্রিন্টের লুঙ্গি মিষ্টি কালারে গেঞ্জি গায়ে ছিল। ছেলেকে কোথাও খোঁজাখুজি করে না পেয়ে বুধবার সকালে জীবননগর থানায় একটি সাধারন ডাইরী (জিডি নং-৭৫ তাং-০২-০২-২২) করি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। বিধি অনুযায়ী আইনি প্রক্রিয়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *