শেখ ইমরান হোসেন : তালায় পুরাতন পাখি শিকারী আলাউদ্দীন ইয়ারগান সহ সেভ ওয়াইল্ড লাইফ টিমের সদস্যদের অভিযানে ধরা পড়েছে, অতঃপর পুলিশ ও বন বিভাগের নিকট অঙ্গীকারনামা দিয়ে মত মুক্তি পেয়েছে সে।অভিযুক্ত আলাউদ্দীন মাহমুদ (৫০)ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মনির উদ্দীন মাহমুদ এর পুত্র। ইতোপূর্বে অভিযুক্ত আলাউদ্দীন মাহমুদের বিরুদ্ধে বিগত দুই থেকে তিন বছর যাবত বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন স্থানে ইয়ার গান দিয়ে পাখি শিকার করার একাধিক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।
তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নির্দেশে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করা ইয়ারগানটি জব্দ করেন তালা থানা পুলিশ। পরবর্তীতে অঙ্গীকারনামা দিয়ে ক্ষমা পান অভিযুক্ত পাখি শিকারী আলাউদ্দীন।অনুমান রাত ১টার দিকে কার্যক্রামে পরিচালনা করেন বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের ফোর্স এবং সেভ ওয়াইন্ড লাইফ টিমের সদস্যগণ। ঘটনাস্থলে যেয়ে পাখি শিকার কালে ইয়ারগানসহ অভিযুক্ত আলাউদ্দীন কে ধরতে সক্ষম হয় টিমের সদস্যরা।
সেভ ওয়াইন্ড লাইফ’র সাধারণ সম্পাদক সম্পাদক সোহাগ হোসেন জানান, গভীর রাতে ইয়ারগান দিয়ে অতিথি পাখি ও বক মারা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার শুভাশুনিতে পৌঁছায় সেভ ওয়াইল্ড লাইফ টিম। শুভাষিনি বাজারের পাশ্ব থেকে তাকে ইয়ারগান সহ সেভ ওয়াইল্ড লাইফ টিমের সদস্য তাকে ধরে স্থানীয় পুলিশকে খবর দেয়।
উদ্ধার কাজে অংশগ্রহণ করেন বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের ঢাকা বিভাগের কর্মরত অফিসার মোঃ আব্দুল মালেক, সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন রিপন, সহ-সভাপতি,মোস্তাক আহমেদ, মোঃ বাইজিত হুসাইন,শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক জহর হাসান সাগর,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন বিশ্বাস, কোষাধ্যক্ষ সাংবাদিক এম এ মান্নান, উপ প্রচার সম্পাদক সাইদুর রহমান আকাশ, মুকুল হোসেন, শেখ তপু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনামুল হক, রায়হান হোসেন সহ প্রমূখ।
