সমাজের আলো : সরকারি হিসাব সম্পর্কিত বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা তালা- কলারোয়া -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ করোনায় পজিটিভ হয়েছে।তিনি অসুস্থতা বোধ করলে সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে রেপিড টেস্টে করোনা পরীক্ষা করলে পজিটিভ হয়েছে বলে জানা যায় ।এমপির একান্ত সহকারী জাহাঙ্গীর আলম জানান, এমপি সাহেব গত কয়েক দিন যাবত শারীরিকভাবে দুর্লভ অনুভব করেন। বুধবার করোনা টেস্টের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠালে রিপোর্টে করোনা পজিটিভ আসে।
করোনা মহামারিতে এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। লোকলজ্জার ভয়ে যারা করোনা মহামারিতে খাদ্যসামগ্রী নিতে অপরাগতা প্রকাশ করেন তাদের জন্য তালা- কলারোয়ায়র প্রশাসন ও এমপির পক্ষ থেকে খোলা হয় হটলাইন এবং গোপনেই দেওয়া হয় তাদের সহায়তা ।বর্তমানে এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ তার নিজ বাস ভবনে কোয়ারেন্টিনে আছেন।এমপির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।

