পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা পাটকেলঘাটা কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম দূর্নিতি ও নিরীহ গ্রামবাসির উপর হামলার প্রতিবাদে পাটকেলঘাটা সচেতন নাগরিক কমিটি ও গ্রাম বাসির উদ্যোগে মানব বন্ধন কর্মসুচি পালন করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কাশিপুর স্কুলের সামনে বন্ধন কর্মসুচিতে গ্রামবাসি ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করে। কাশিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রউফ এর সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন, পরাজিত প্রার্থী আব্দুর রব পলাশ, গ্রামবাসি মহসিন আলী,শেখ জহুরুল ইসলাম, শেখ তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইকরামুল ইসলাম।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিত্য মল্লিক। বক্তারা গ্রামবাসির উপর হামলার তীব্র নিন্দা জানান। সাথে সাথে সঠিক তদন্ত সাপেক্ষে বিদ্যালয়ের কমিটি গঠনের জোর দাবি জানান।

