সমাজের আলো ঃ সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো: সালাহ উদ্দীন যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ব্যতিক্রমধর্মী রায় প্রদান করেছেন। রায়ে তিনি আসামীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। শুধু তাই নয়, জরিমানার ওই টাকা বাদিনী পাবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের এফাজ সরদারের কন্যা রাবেয়া খাতুনকে (২৪) তার স্বামী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কুমারিয়া গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে ওহিদুজ্জামান ইমন (২৭) দুই লক্ষ টাকা যৌতুকের দাবীতে ২০২০ সালের ১২ জানুয়ারি মারপিট করে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় রাবেয়া খাতুন বাদী হয়ে ওই বছর ৫ ফেব্রুয়ারি স্বামী ওহিদুজ্জামান ইমনসহ শশুর ও শাশুড়ির বিরুদ্ধে সাতক্ষীরার ৬নং আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।
আদালত বাদিনীর শশুর ও শাশুড়িকে মামলা থেকে বাদ দিয়ে কেবলমাত্র স্বামীর বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দেন। মামলায় সাক্ষ্য-প্রমান শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালাহ উদ্দীন গত মঙ্গলবার প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করেন। রায়ে তিনি আসামীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং জরিমানার ওই টাকা বাদিনী পাবে বলেও রায়ে উল্লেখ করেন। আদালত রায় ঘোষণার সময় আসামী ওহিদুজ্জামান ইমন পলাতক ছিলেন। ব্যতিক্রমধর্মী ওই রায়ের বিষয়টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বেঞ্চ সহকারী গোপাল মন্ডল নিশ্চিত করেন।

