সমাজের আলো: রুবিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় ওই গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।তিনি দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের রেজাউল ইসলাম বাবু’র (৩০) স্ত্রী।
গৃহবধূ রুবিনার পিতা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া গ্রামের আইয়ুব আলী জানান, প্রায় ৮/১০ বছর আগে রুবিনার বিয়ে হয় দক্ষিন দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের নৈশপ্রহরী শহীদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম বাবুর সাথে। রেজাউল ইসলাম একজন মাদকাসক্ত। সে বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করে। তাদের সংসারে ৬ বছরের একটি ছেলে ও সাত মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
শুক্রবার ভোরে স্থানীয়দের মাধ্যমে রুবিনার মৃত্যুর খবর পায় তার পিতার বাড়ীর লোকজন। প্রথম দিকে স্ট্রোক জনিত কারনে রুবিনার মৃত্যু হয়েছে বলে তার স্বামীর বাড়ীর লোকজন প্রচার করে। , পরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে রুবিনার মৃত্যু হওয়ার বিষয়টি জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের যে আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় রুবিনার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুবিনার লাশটি উদ্ধারসহ আলামত সংগ্রহ ও তার স্বামী মাদকাসক্ত রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
]দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

