সমাজের আলো : অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, থানার মিঠাবাড়ী গ্রামেরসৌরভ ইসলামের সাথে ৩০ মাইল নামক স্থানে মোটরসাইকেলে বেচাকেনা নিয়ে পরিচিত হয় অজ্ঞাতনামা ব্যক্তির।
এসময় পরিচিতির এক পর্যায়ে সৌরভের ব্যবহৃত মোবাইল ০১৮১৮-৭৩৮৪০১ নাম্বারটি নিয়ে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি তার পরিচয় দেন নাম রাজ, বাড়ী যশোর জেলায়। পরে তার ব্যবহৃত ০১৩১১-৩৪২৫৫০ প্রায় দিন কথা বলার এক পর্যায়ে দুজনের ভিতরে সু-সম্পর্ক গড়ে ওঠে। শনিবার সকালে (রাজ) অজ্ঞাতনামা ব্যক্তি সৌরভ কে ফোন দিয়ে পাটকেলঘাটা আসতে বলে। শরিফুল ৫ রাস্তা মোড়ে আসলে (রাজ) অজ্ঞাতনামা ব্যক্তি বলেন, আজ আমার বোনের জন্ম দিন তাই কিছু বাজার করতে এসেছি। এছাড়া আমার বাইকটা ৫ রাস্তা মোড়ের পাশে রেখে এসেছি তোমার বাইকটা একটু দাও আমার বাইকটাতে লক করে দ্রুতই ফিরে আসছি। এসে তুমি আর আমি বাজার করবো। অল্প দিনে রাজ নামের ঐ প্রতারকের সাথে সৌরভের সখ্যতা গড়ে ওঠাই তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড এফ১ ভারসন ২.০ টির চাবি দিলে রাজ সেটা নিয়ে যায়। পরে অনেক সময় পার হয়ে গেলেও ফিরে না আসায় আর অজ্ঞাতনামা রাজের ফোন বন্ধ থাকায় বুঝতে পারে তার বাইকটি অভিনব প্রতারনার মাধ্যমে চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে প্রতারনার শিকার শরিফুল পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দাখিল করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *