কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবদের করোনায় করোণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ফেব্রুয়ারী) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, অধ্যাপক এমএ কালাম, এসএম আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, বেনজির হেলাল, মোয়াজ্জেম হোসেন, বিশাখা তপন সাহা, ডালিম হোসেন, মাহবুবর রহমান মফে, মাহফুজুর রহমান নিশান, শেখ সোহেল রানাসহ সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ। উল্লেখ্য-মহামারি করোনায় সকল ইউনিয়ন পরিষদের আওতায় করোনা টিকা বাধ্যতামূলক দিতে হবে। এ জন্য যারা করোনা টিকা দেননি তাদের তালিকা প্রস্তুত করতে হবে। তালিকা প্রস্তুত শেষে প্রত্যেককে টিকা দেয়া হবে।

