সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বিএনপি নেতা আবু রায়হান ও আজম নামের ২জন আহত হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, কলারোয়ায় চন্দন পুর ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ২জন বিএনপি নেতার আহতর ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোহার রড , হাতুড়ি , বাঁশের লাঠি দিয়ে হামলা করে রামভদ্রপুর গ্রামের ইনার ছেলে তানভীর (২২) , একই গ্রামের মাহবুব আলমের ছেলে আজমল (২২), গয়ড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের ছেলে ইমন (২৩), চন্দনপুর গ্রামের সাহেব আলীর ছেলে তুষার (২১) অজ্ঞাত আরোও ৫/৬ জন চন্দনপুর গ্রামের মৃত সোহবান মোড়লের ছেলে আবু রায়হান (৫২) ও মৃত আব্বাস গাজীর ছেলে গাজী শফিউল আজম (৩৬) কে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করে। এ বিষয়ে চন্দনপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয় কলারোয়া থানার এস আই হানিফ এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, আমি ওসি সাহেব এর কাছে দিয়েছি । এ বিষয় কলারোয়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন,
বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *