আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখাতে এবং করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। নির্বহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে আজ২০ জুন, দেবহাটার বিভিন্ন বাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, মোটরসাইকেলে ৩ জন চড়া, মাস্ক বিহীন থাকাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ২৩ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে।

