দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটার গরুর হাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা। নেই কোন প্রকারের সচেতনতা কার্য্যক্রম। সরাদেশে যখন ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার, যখন লাগাম টানা যাচ্ছে না করোনার ঠিক তখন দেবহাটা উপজেলার পারুলিয়া গরুরহাটের মতো একটি লোকসমাগম স্থানে নেই কোন সরকারী বিধিবিধান মানার বালাই। দীর্ঘদিন ধরে মহামারির রেশ শেষ না হওয়ায় লোকজন এখন স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। তারই ধারাবাহিকতায় দেবহাটার হাট বাজারে গুলোতে দেখা মিলছে জনসাধারণকে মাক্স বিহীন অবাদে চলাচল করার। করোনার ঊর্ধ্বমূখরোধে যখন সারাদেশর স্কুল কলেজ সব বন্ধ ঘোষনা করা হয়েছে সেখানে দেবহাটা থানা তথা সাতক্ষীরা জেলার মধ্যে বৃহত্তম পশুরহাট চলছে অবাধে কোন প্রকারের স্বাস্থ্যবিধি না মেনে। সপ্তাহের প্রতি রবিবার দেখা যায় হাজার হাজার মানুষের একজায়গায় সমাগম এই পশুরহাটে। কিন্তু সেখানে নেই কারোর মধ্যে কোন প্রকার সচেতনতাবোধ। সবাই মাক্স বিহীন কেনাকাটা করছে, একজায়গায় বসে গল্প করছে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে ও মিষ্টির দোকানগুলোতে রাস্তার পাশে খোলা জায়গাতে খাবার না ঢেকে অপরিচ্ছন্নভাবে বিক্রী করা হচ্ছে।আর এই খোলা মিস্টিতে মশা, মাছিসহ বিভিন্ন ময়লা ও রাস্তার ধুলাবালি পড়ছে। আর সাধারন মানুষ ঐ খাবারই কিনে নিয়ে যাচ্ছে। এবিষয়ে হাটের ইজারা গ্রহীতা বা প্রশাসনের কোন তদারকি নেই। বিষয়টি সাধারন মানুষ সাতক্ষীরা জেলা প্রশাসক ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃস্টি আকর্ষন করেছেন।

