সমাজের আলো : পাইকগাছায় মুজিববর্ষের আশ্রায়ন কেন্দ্রের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম। বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বিল পরানমালী আশ্রয়ন কেন্দ্রে মুজিব শতবর্ষের ৩য় ফেজের প্রথম পর্যায়ের ২০টি ঘর পরিদর্শন সহ অন্যান্য এলাকার গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টট মমতাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, সার্ভেয়ার কওসার আলী,সাংবাদিক সেহেন্দু বিকাশ,আঃ আজিজ,সহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়ায় এবং কাজেরমান সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এডিসি মারুফুল আলম বলেন, মুজিব শতবর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয়ণ-৩ প্রকল্প এর আওতায় দেশের অসহায় দরিদ্র ও ভূমিহীন মানুষদের জন্য জমি সহ রঙিন পাকা ঘর প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বে অনেক উন্নত দেশ রয়েছে তারাও শেখ হাসিনা সরকারের মত এমন সাহসী পদক্ষেপ নেয়নি। মুজিব বর্ষে ভূমিহীন মানুষদের মাঝে ঘর প্রদান করে সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ মুজিববর্ষের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে এডিসি মারুফুল আলম জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *