আশরাফুল ইসলাম দেবহাটা প্রতিনিধিঃদেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ও নবনির্বাচিত মেম্বর ডাঃ নজরুল ইসলাম গত ইং১৭/০১/২০২২শপথ গ্রহণ করেন, তিনি সখিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড পরিচালনা করেন। তিনি তার ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, ৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়তে চান।তিনি বলেন এলাকার পানি নিষ্কাশন,ড্রেন কালভার্টসহ নানান উন্নয়ন মুলোক কর্মকান্ডে নিয়োজিত থাকবেন। তিনি আরও বলেন প্রাপ্য অনুযায়ী বয়স্ক ভাতা,বিধবাভাতা,প্রতিবন্ধীভাতাও শিশুকার্ডসহ সরকারের বিভিন্ন অনুদান নিয়ে আর কেউ হয়রানি হবে না।পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং জনগনকে নিয়মিত ট্যাক্স পরিশোধ করার আহ্বান করেন।তিনি বর্তমানের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলামের কর্মকান্ড নিয়ে প্রশংসা করেন। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী সহ সমাজে পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের উন্নয়ন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে চান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *