ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার জীবননগর থানার রায়পু পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আমির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বালিহুদা গ্রাম থেকে দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাব উদ্দিন সাবু(৩৫) নামের যুবককে শুক্রবার সকালে গ্রেফতার করেন।
সাব-ইন্সপেক্টর আমির হোসেন বলেন,উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের শুকুর আলীর ছেলে শাহাব উদ্দিন সাবুর বিরুদ্ধে আদালত একটি সিআর মামলার রায়ে তাকে দু’বছরের সাজা ঘোষণা করেন। মামলার রায়ের পর পরই গ্রেফতার এড়াতে নিজেকে আত্মগোপন করেন। আমরা তাকে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করি।গ্রেফতারকৃত সাবুকে শুক্রবারই আদালতে সোপর্দ করি।
উল্লেখ্য,সাব-ইন্সপেক্টর আমির হোসেন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ সমস্ত অপরাধী চক্রের নিকট একটি আতঙ্কের নাম। জীবননগর থানায় থাকা কালে প্রায়ই তার হাতে মাদক ব্যবসায়ী ও মাদকের ছোট বড় চালান আটক হতো। দারগা আমির হোসেন থানা এলাকায় গরিবের দারগা হিসাবর পরিচিত। তিনি অতি সম্প্রতি জীবননগর রায়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে যোগদান করেন। তিনি রাযপুর পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে তাদেরকে আইনে সোপর্দ করছেন। ইতিমধ্যেই তার ভাল কর্মের জন্য এলাকায় প্রশংসায় ভাসছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *