শার্শা প্রতিনিধিঃযশোরের বেনাপোল মধ্যপাড়া এলাকা থেকে ১২৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সালেহা খাতুন (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক, সালেহা বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় মধ্যপাড়ার নুর নবীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আসামির নিজ বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

