সমাজের আলো : তালায় পূর্বশত্রুতার জেরে ইব্রাহীম সরদার (২৮) নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। গুরুতর আহত ইব্রাহীম দক্ষিণ নলতা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। একই সময়ে ইব্রাহীম সরদারের মা ফরিদা বেগম (৪৫) ও বাবা আব্দুল মজিদ সরদারকেও (৫২) আহত করা হয়। রাতেই আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামে এ ঘটনা ঘটে।আহত আব্দুল মজিদ সরদার জানান, প্রতিবেশী সাজ্জাদ সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁর ছেলে ইব্রাহীম সরদার ঘরের দরজা খুলে বারান্দায় বের হওয়া মাত্রই ওত পেতে থাকা সাজ্জাদ সরদারের ছেলে মাহমুদুল সরদার গংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা ইব্রাহীমের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। ইব্রাহীমের চিত্কার শুনে তাঁরা এগিয়ে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়।

