সমাজের আলো : ঌজমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের শ্যামা প্রসাদ বসুর ছেলে শান্তনু বসুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারপিট ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্তনু বসু শনিবার (১২ ফেব্রæয়ারি) সন্ধ্যায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা শান্তনু বসুর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই জের ধরে ১২ ফেব্রæয়ারি শনিবার বেলা ১২টার দিকে প্রতিপক্ষরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শান্তনু বসুর বাড়িতে ঢুকে তার স্ত্রী শিল্পা রানী বসুকে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। এসময় প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন শিল্পা রানী বসুকে মারপিট করে তার শ্লীলতাহানী ঘটনায়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে শান্তনু বসুকেও মারপিট করে এবং একপর্যায় গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে। এসময় তারা নগদ ২লক্ষ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে তিন লক্ষাধীক টাকা মূল্যের মালামাল লুটপাট করে।
অভিযোগের তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আসাদ বলেন, বাদির অভিযোগ পেয়ে শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাদির অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আমি ওসি স্যারকে জানিয়েছি। তিনিই পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।

