সমাজের আলো : বাঁশঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় প্রধান শিক্ষক কর্তৃক টেন্ডার ছাড়াই গাছ কর্তন করে বিক্রয়ের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আঁগরদাড়ী ইউপির ৮৪ নং বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা থেকে ২টি শিশু ও ১টি মেহগনি গাছ টেন্ডার ছাড়াই কর্তন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিজেদের স্বীয়বলে সরকারি পরিপত্রের নিয়ম উপেক্ষা করে গাছ কর্তন পূর্বক শিশু ও মেহগনি গাছের ফড়িয়া আনুমানিক ৭০ হাজার টাকার বিক্রয় করেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, সরকারি গাছ টেন্ডার ছাড়াই প্রধান শিক্ষক নাসিমা সুলতানা কোন শক্তির বলে বিক্রয় করেছেন, এ শক্তির উৎস কোথায়? বলে তারা প্রশ্ন রেখেছেন। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মঈনুল ইসলাম এর কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, গাছ বিক্রি করিনি তবে প্রক্রিয়াধীন আছে। এখন সরকার টেন্ডার দিতে পারছে না, বিধায় যেসব স্কুলের নতুন ভবন তৈরি হবে সেসব স্কুলে ম্যানেজিং কমিটির মাধ্যমে গাছ কর্তন করে রাখা হয়েছে। তিনি আরো বলেন, টেন্ডার ছাড়াই গাছের ফড়িয়া বিক্রি করা হয়েছে খরচ বহন করার জন্য।
এ বিষয়ে বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা সুলতানার সাথে মুঠোফোনে আলাপকালে কোন টেন্ডার ছাড়াই গাছ কর্তন করে ৭০ হাজার টাকার ফড়িয়া বিক্রয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার ছাড়াই গাছ বিক্রয় করা হয়েছে ঘটনাটি সত্য। তবে ৩০ হাজার টাকার ফড়িয়া বিক্রয় করা হয়েছে। কিন্তু এখনো কিছু ফড়িয়া অবশিষ্ট আছে। কোন কর্মকর্তার অনুমতি নিয়ে টেন্ডার ছাড়াই গাছ কর্তন করে বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি’র মৌখিক অনুমতিতে গাছ কর্তন করে ফড়িয়া বিক্রয় করা হয়েছে। তিনি আরো বলেন, মূলত গাছ কর্তনের খরচ বহন করার জন্য ফড়িয়া বিক্রয় করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি’র সাথে মুঠোফোনে আলাপকালে টেন্ডার ছাড়া বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি শিশু গাছ ও ১টি মেহগনি গাছ কর্তন করে ফড়িয়া বিক্রয় ও তার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অত্র বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য গাছ কর্তন করা হয়েছে। তিনি আরো বলেন, টেন্ডার হতে দেরি হচ্ছে বিধায় স্টিমেট অনুযায়ী গাছের বডি কর্তন করে সংরক্ষণ করা হয়েছে টেন্ডারের জন্য। ফড়িয়া বিক্রয়ের অনুমতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মৌখিকভাবে ফড়িয়া বিক্রির অনুমতি দিয়েছি , এটা কোন বিষয় না। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে আলাপকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি গাছ টেন্ডার ছাড়াই গাছ কর্তনের পরবর্তীতে গাছের ফড়িয়া বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নই বা কেউ আমাকে অবহিত করেনি। আপনি এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *