ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা) :চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ জীবননগর পৌর এলাকার নতুন তেতুলিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে -জীবননগর পৌর শহরের পোস্ট অফিসপাড়ার মৃক সিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও নতুন তেতুলিয়া গ্রামের মৃত জাহা বকসের ছেলে আমজাদ মল্লিক(৬০)।
জীবননগর থানা সুত্রে জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাসের নেতৃত্বে থানার চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর ভবতোষ রায়,মফিজুর রহমান চৌধুরী এবং মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এএসআই ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে জীবননগর পৌর এলাকার নতুন তেতুলিয়া এলাকায় বিশেষ অভিযান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী ভারত থেকে আমদানি করা গাঁজা নিয়ে ঈদগাহ রাস্তা দিয়ে শহরের দিকে আসছে। পুলিশ এ সংবাদেে ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে কৌশল অবলম্বন করেন। কিছুক্ষণের মধ্যে মাদক ব্যবসায়ী সাইদুর ও আমজাদকে গ্রেফতার করেন। পুলিশ তাদের কবল থেকে দুই টোপলায বিশেষ ব্যবস্থায় রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল। ঘটনার ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *