ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের
আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প,প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য
ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার সকালে প্রাণিসম্পদ মেলা
অনুষ্ঠিত হয়েছে। ”পুষ্টি মেধা,দারিদ্র বিমোচন,প্রাণিসম্পদের আয়োজন” এই
শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে মেলার শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের
চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস
চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। অন্যদিকে একই দিন বিকালে সমাপনী
অনুষ্ঠানে জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমানের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ
অফিসার(ট্রেনিং) ডা.ওয়াহেদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক। পরে প্রদর্শনীতে অংশগ্রহনকারী
শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য, প্রাণিসম্পদ
মেলায় উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারিদের উন্নত জাতের
গরু-ছাগল,মহিষ,হাঁস-মুরগী, ভেঁড়া,গারল ও দেশি-বিদেশী জাতের পাখিদের স্টল
দেখা যায়।

