সমাজের আলো : সাতক্ষীরায় সম্পত্তির অবৈধ দখল নিতে মামাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নারায়নজোল গ্রামের মৃত হোসেন আলী মোড়লের পুত্র তবিবুর রহমান। লিখিত অভিযোগে তিনি বলেন, বিগত ১৯৮০ সালে আমার প্রবাসী ভাই মো: মাহাবুবর রহমান তার নিজ নামে পলাশপোল মৌজায় জে এল নং-৯৪, খতিয়ান নং- এস এ ২১৭৬, এস এ দাগ নং- ৬০৭০, ডিপি খতিয়ান নং-৬৬৮৬, বিআরএস দাগ নং- ১৩৮১৯, মোট ২.৫০ শতক সম্পত্তি ক্রয় করে দীর্ঘ ৪০ বছর যাবত ঘর নির্মাণ করে। সে প্রবাসে থাকার কারনে সম্পত্তির সকল দেখাশোনার দায়িত্ব আমার উপর থাকায় শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। একই দাগে উক্ত সম্পত্তির পিছনে ১৯৮৫ সালের দিকে আমার বোনাই শেখ শহিদুল ইসলাম ৩.২৫ শতক সম্পত্তি ক্রয় করে। পরবর্তীতে শহিদুল তার সম্পত্তি নিজের কন্যা শাহানারা খাতুন রিনার নামে হেবানামা করে দেন। উক্ত সম্পত্তিতে রিনা দুটি ঘর নির্মাণ করে ভাড়া দেন। সেখানে ভাড়াটিয়ারা রয়েছেন। সম্প্রতি আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে ভাগ্নি শাহানারা খাতুন রিনা উক্ত সম্পত্তি তার দাবি করে বিভিন্ন চক্রান্ত শুরু করে। অথচ তার সম্পত্তিতে দুটি ঘর সেভাবেই রয়েছে। আমি তার সম্পত্তির কোন ঘর ভাংচুর করিনি। প্রকৃতপক্ষে রিনাদের সম্পত্তি আমার সম্পত্তির পিছনে কিন্তু বর্তমানে সামনের সম্পত্তির মূল্য বৃদ্ধি হওয়ায় কৌশলে অবৈধভাবে আমাদের দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রায় ডজন খানেক মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছে। ২০০৮ সাল থেকে আমার বিরুদ্ধে দেওয়া মামলার মধ্যে তাং- ০৮/১০/০৮ মামলা নং- ১৪৩৭/০৮, তাং- ২১/১২/২১ মামলা নং- ১২৫৭/২১, ০৬/০৫/২০১৯ মামলা নং- ৬৭/১৯, দেং ১৬/২২ তাং- ১৭/০১/২২, দ্রুত বিচার আইনের মামলা মামলা নং- সি আর ২/২২, তাং- ২৪/০৩/২২সহ প্রায় ডজন খানেক মামলা। যা মহামান্য আদালতে বিচারাধীন রয়েছে। সব মামলাগুলোই মিথ্যা, ভিত্তিহীনও কল্পিত।

তার চক্রান্তের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। আমি তার মামা তারপরও শুধু মাত্র সামনের সম্পত্তি দখলের মোহে আমাকে দিশেহারা করে তুলেছে। পত্র-পত্রিকায় বার বার মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে যাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিনা খাতুন বিভিন্ন সময়ে এনজিও কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পরিচয় দিয়ে অবৈধ সুবিধা হাসিল করে যাচ্ছে। এমনকি প্রকাশ্যে আমাকে হুমকি প্রদর্শন করে বলছে, প্রয়োজনে নিজের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানির মামলায় জড়িয়ে হলেও আমার সম্পত্তির দখল নিবে। জমি দখলের লক্ষে কালিগঞ্জ,শ্যামনগরসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া বাহিনী নিয়ে এসে এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে যাচ্ছেন। এছাড়া তার চাচা জাহাঙ্গীর, ইমদাদুল, আলমগীর, সেলিম ও রিনার স্বামীর পরিচয়দানকারী ইমরানসহ অনেকেই আমার দেখে হুমকি ধামকিসহ গালিগালাজ করে। এতে আমি ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করলে আরো একটি মিথ্যা মামলা দায়ের করবে। তারা যে কোন সময় সেখানে রক্তক্ষয় সংঘর্ষ ঘটানোর পায়তারা চালাচ্ছেন। তিনি ওই ভাগ্নির চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *