কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার নৌখালি খালের হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা রহমতপুর মাদ্রাসা সংলগ্ন অংশের ভেঁড়িবাধ কেঁটে স্থানীয় ভাটাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ কাজের মাটিকাটা গাড়ি চলাচল করছে অবাধে।

বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসার রহমতপুর মাদ্রাসা সংলগ্ন নৌখালের পাশে ১৫ বিঘা আয়তনের একটি দিঘির সংস্কার কাজ চলছে। সেই মাটি বিক্রি হচ্ছে স্থানীয় ভাটা সহ চাহিদাকৃত বিভিন্ন কাজে। কিছু মাটির ট্রাক চলছে মাদ্রাসা সংলগ্ন গ্রামের রাস্তা দিয়ে অপর দিকে সদ্য খননকৃত নৌখালি খালের পাড় ৩০০ থেকে ৪০০ মিটার কর্তন করে সমান্তরাল দেদারসে বড় বড় মাটির ট্রাক চলছে। একাজ চলছে সালাম, বাবু ও মতিসহ স্থানীয় কয়েকজন। এ ভাবে মাটি ভর্তি
বড় বড় ট্রাক চলার কারনে সদ্য কোটি কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের খনন করা খালের পাড় কর্তণ, খালের গভীরতা কমে যাওয়া সহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কিছু সচেতন মানুষ।
এব্যাপারে হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন – আমি বিষয়টি শুনেছি, তবে তাদেরকে ঐ খালের পাওড়ি দিয়ে মাটি কাটা ভারী গাড়ি নিতে নিশেধ করেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *