রাকিবুল হাসান : সুন্দরবন কোস্টাল নেটওয়ার্ক (এস সি এন) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ০৩ টায় কারিতাস রিসোর্স সেন্টার, কচুখালি, হরিনগর এ শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্ম্মন এর সভাপতিত্বে পরিত্রাণ এর আয়োজনে ওয়াই মুভস প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে অবহেলিত, দুস্থ, দলিত সম্প্রদায়, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা ১৯ টি সংগঠন এর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সংগঠনে সকলের সর্বসম্মতিক্রমে সকল সংগঠনগুলো উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার আদায় ও দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য সংগঠন গুলোর কন্ঠ আরও জোরদার করার লক্ষ্যে একটি প্লাটফর্ম তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে আগামী ০৩ মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। উক্ত কমিটিতে আহ্বায়ক হন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, সদস্য সচিব পরিত্রাণ এর কর্মসূচী কর্মকর্তা নয়ন চন্দ্র গাইন, সদস্য যথাক্রমে শেফালী খাতুন, সুফিয়া খাতুন, শেখ সিরাজুল ইসলাম, অষ্টমী রাণী ও পিযুষ বাউলিয়া পিন্টু। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কারিতাস এর সুমন চন্দ্র মালাকার, দলিত পরিষদের সঞ্জয় সরকার, সিডিও’র স.ম ওসমান গনী সোহাগ, রফিকুল ইসলাম, হাসিনা পারভীন, সীমা মন্ডল, সুধৃতা রাণী, মেঘনা রাণী, বলাই হালদার, মিলন বরাই প্রমুখ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *