সমাজের আলোঃ বঙ্গবন্ধু হত্যা মামলার নথি পর্যালোচনা করে এই হত্যাকাণ্ডের ‘নেপথ্য’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হয় বলে দাবি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের।

সোমবার, বিকেলে চিটাগং ক্লাব স্পোর্টস কমপ্লেক্স লাউন্জে ‘অপরাজেয় বাংলা-চট্টগ্রাম মহানগরের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০০ সনে বঙ্গবন্ধু হত্যা মামলা যখন হাইকোর্টে আসে তখন আমি ডেপুটি এটর্নি জেনারেলে হিসাবে সে মামলায় প্রসিকিউশনের একজন ছিলাম। আমি দেখেছি এভিড্যান্সগুলো, সাক্ষ্যগুলো। তার থেকে পরিস্কার একটি কথায় আসা যায়, মূল হত্যাকারী, নীল নকশাকারী ছিল জিয়াউর রহমান। আমি সেদিন এক গোলটেবিলে বলেছিলাম, জিয়া হলো বঙ্গবন্ধুর মূল হত্যাকারী। তার নেতৃত্বেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। কথাটি কিন্তু আমি মনগড়া কথা বলিনি। অনুষ্ঠানে সাবেক এই বিচারপতি বলেন, আমরা যদি জেনারেল সফিউল্লাহ’র এভিড্যান্স দেখি, লে.কর্ণেল হামিদের এভিড্যান্স দেখি, আমরা যদি শাফায়েত জামিলের এভিড্যান্স দেখি এবং ফারুক রশিদের কনফেকশনারি স্টেটমেন্ট দেখি তবে জিয়াউর রহমান যে এই হত্যাকাণ্ডের, বঙ্গবন্ধুর খুনিদের মূল ছিল সে ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারে না৷

বঙ্গবন্ধুকে হত্যার পরের ঘটনা বর্ননা করতে গিয়ে তিনি বলেন, জাতির জনক হত্যার পর জিয়াউর রহমানের ছত্রচ্ছায়ায় একত্রিত হয়েছিল কারা? একাত্তরের পরাজিত শক্তি, জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম, মুসলিম লীগসহ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল; অসম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের বিপক্ষে ছিল তারা সকলে ত্রাণকর্তা হিসাবে খুজে পেল জিয়াউর রহমানকে। কারণ জিয়াউর রহমান ছিল মনপ্রাণে মুক্তিযুদ্ধ বিরোধী, পাকিস্তানপন্থী একজন লোক। সে পাকিস্তান থাকাকালে পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা বাহিনী ছিল তার একজন কর্মকর্তা ছিল। সবাই যোগ দিল জিয়াউর রহমানের নেতৃত্বে, সব একাত্তরের পরাজিত শক্তি, যারা বাংলাদেশ চায় নি তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *