সমাজের আলো : বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে ভিকটিম কিশোরীকে।শনিবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন কানন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দুই সহোদর ভাই ফয়সাল ও ফরহাদ। বড় ভাই ফয়সালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে। পরিকল্পনা মতো ১২ ফেব্রুয়ারী ওই ছাত্রীকে করোনার টিকা দেয়ার কথা বলে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসেন ফরহাদ। পরিকল্পনা ছিল চট্টগ্রামে ওই ছাত্রীর সাথে বড় ভাই ফয়সালের বিয়ে হবে।

