ইয়ারব হোসেন: করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মেডিকেল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে গোলাম রব্বানী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে তিনি মারা যান। তিনি কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের জাহাবক্স দালালের ছেলে। রোববার বিকালে আহাদ আলী (৩২) নামের এক যুবকের মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে মৃত্যু হয়। তিনি দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে। এনিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হলো। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জ¦র, শ^াসকষ্ট ও ডায়েরিয়া নিয়ে রোববার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি হন কৃষক গোলাম রব্বানী (৬২)। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর রাতে মারা যান। মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডাঃ জয়ন্ত সরকার। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।

