আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটা রিপোটার্স ক্লাবে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সাথে সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা হাজী রফিকুল ইসলাম মতবিনিময় করেছেন। মঙ্গলবার ২২ ফেব্রæয়ারী, ২২ ইং তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরে অবস্থিত দেবহাটা রিপোটার্স ক্লাব কার্য্যালয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান। দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আবু আব্দুল্লাহ, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য জি.এম আব্বাসউদ্দীনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা হাজী রফিকুল ইসলাম সাংবাদিকদেরকে সমাজের দর্পন হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে সমাজের উন্নয়ন যেমন হয় তেমনি অপসাংবাদিকতার মাধ্যমে সমাজের অনেক ক্ষতিও হতে পারে। দেশের উন্নয়নে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ^াসী। তিনি আত্মমানবতার সেবায় সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন, ইতিমধ্যে তিনি নিজস্ব ফান্ড থেকে ও বিভিন্ন মাধ্যমে অনেক দুঃস্থ ও অসহায় মানুষকে দেশ ও দেশের বাইরে নিয়ে যেয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছেন। তিনি অন্যায় ও দূর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে সাংবাদিকদেরকে কাজ করার আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *