তালা প্রতিনিধি ঃ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার ঘোনা গ্রামে পারিবারিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ও ঘোনা পল্লী সমাজের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন পল্লী সমাজের সভাপতি ময়না বেগম। ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সেলপ মোরশেদা আক্তারের পরিচালনায় সভায় ঘোনা পল্লী সমাজের সেক্রেটারি শারমিন আক্তার, সদস্য আন্না বেগমসহ পল্লীসমাজের চারটি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

