সমাজের আলো : বেপরোয়া হয়ে উঠেছে রাষ্ট্রদ্রোহসহ প্রায় ডজন খানেক মামলার আসামি জামায়াত নেতা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম আজাহারুজ্জামান মুকুল। নাশকতাসহ একাধিক মামলার আসামী হওয়ায় দীর্ঘদিন বরখাস্ত থাকার পর এডহক কমিটির মাধ্যমে বিধি-বহির্ভূতভাবে যোগদানের পর থেকেই আবারো অপতৎপরতা শুরু করেছেন তিনি।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিগত ২০১৩ সালে নাশকতা, গাছকাটাসহ রাষ্ট্রদ্রোহ কাজের সাথে সম্পৃক্ততার কারণে প্রায় ডজন খানেক মামলা হয় শিক্ষক আজাহারুজ্জামান মুকুলের বিরুদ্ধে। এ ঘটনায় তৎকালিন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ তাকে বরখাস্ত করেন। এরপর থেকে ৮ বছর তিনি প্রতিষ্ঠানে যোগদান করতে পারনেনি। তবে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর এডহক কমিটি গঠনের পর নড়ে চড়ে বসেন মুকুল। এডহক কমিটিকে ম্যানেজ করে বিধি বহির্ভূতভাবে মুকুলের বরখাস্তাদেশ প্রত্যাহার করেন। অথচ নীতিমালা অনুযায়ী মামলা চলমান থাকা অবস্থায় কোনভাবেই কোন শিক্ষকের বহিস্কারাদেশ প্রত্যাহার করা যাবে না। কিন্তু এডহক কমিটি কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডজন খানেক মামলার আসামীকে যোগদান করিয়েছেন।
তাকে যোগদান করানোর বিষয়ে বিদ্যালয়ের ২৯জন শিক্ষক তার পুর্নবহাল বাতিলের দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, শিক্ষক আজারুজ্জামান মুকুল জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করেন না। এমনকি গত ২১ ফেব্রুয়ারীতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন না করে উদ্ধর্তপূর্ণ বক্তব্য প্রদান করেন। মুকুলের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে জিএর ৫২/১৬, ৬৮/১৩, ৬৯/১৩, ১৫৩/১২, ২৩৫/১৪, ৫৫/১৩, ৬৯/১৬, ২৩৭/১৭, ৭১/১৪, এসটিসি ২০৪/১৫।
এছাড়া ২০১৫ সালের জানুয়ারি থেকে জামায়াতের অর্থনৈতিক প্রতিষ্ঠানে দি রয়েল সাইন্টেফিক পাবলিশনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। সেখান থেকে নিয়মিত বেতন উত্তোলন করে এবং বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সরকারি বেতন উত্তোলন করেন। যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। অন্যদিকে সাময়িক বরখাস্ত থাকলেও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলেও তিনি বরখাস্ত থাকা অবস্থায় একদিনও বিদ্যালয়ে হাজির হতেন না।
বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক শিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর মুকুলের সরকারি বেতন বন্ধের জন্য আবেদন করেন। তারপরও নিয়মিত বেতন ভাতা পেয়ে আসছেন আজহারুজ্জামান মুকুল। অবিলম্বে একাধিক মামলার আসামী শিক্ষক মুকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

