সমাজের আলো : সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে । ঘটনাটি যশোর সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া নামকস্থানে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের ধাক্কায় নিহতের নাম ইদ্রিস আলী পটু । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায়। নিহত ব্যাক্তির বয়স আনুমানিক ৭২ বছর। তাঁর বাড়ি সদরের ওয়ারিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্য ইদ্রিস আলী বের হয়।এসময় রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

