সমাজের আলো : পশু চিকিৎসক ওসমান গনির বিরুদ্ধে ভুল চিকিৎসাসহ মৃত গরুর মাংস বিক্রয় করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসীসহ রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের নটোবর মন্ডলের পুত্র খোকন মন্ডল শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণি সম্পদ অফিসারের নিকট পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র মো: ওসমান গনি পশু চিকিৎসায় ডিগ্রি অর্জন না করে গ্রাম্য মানুষদের ভুল বুঝিয়ে পশু চিকিৎসা করে আসছে। বিগত ১৭ ফেব্রুয়ারি খোকন মন্ডলের গাভীর ডেলিভারী পেইন হয়। তখন পশু চিকিৎসক ওসমান গাভীর ডেলিভারীর দায়িত্ব নেন।

এ সময় তিনি গাভিকে দেখে চিকিৎসা প্রদান করেন। উক্ত পশু ডাক্তার ভুল চিকিৎসার কারণে গাভির বাচ্চা প্রসবের নাড়ি ছিড়ে যায় এবং ডাক্তারের ব্যবস্থা পত্রে এক রকম ঔষধ লিখে আর এক রকম ঔষধ প্রয়োগ করে। ভুল চিকিৎসার বিষয়টি খোকন জানতে পেরে ওসমানকে জানালে সে কোন প্রতিকার না করে উল্টো তার নিকট চিকিৎসার টাকা দাবি করে। পশু ডাক্তারের ভুল চিকিৎসায় ১৯ ফেব্রুয়ারি গাভি এবং ২০ ফেব্রুয়ারি গাভীর বাচ্চা মারা যায়। পশু ডাক্তার ওসমান অসহায় খোকনকে ক্ষতিগ্রস্ত ছাড়া বহু মানুষের পশু চিকিৎসায় ভুল করাসহ গরুর পঁচা মাংস বিক্রয় করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে গ্রাম্য পশু চিকিৎসক মো: ওসমান গনি তার বিরুদ্ধে অভিযোগ অসত্য বলে জানান। শ্যামনগর প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন মো: জহুরুল ইসলাম বলেন, ওসমান গনি নামে আমাদের কোন গ্রাম্য পশু চিকিৎসক নেই বা তার বিরুদ্ধে অভিযোগের কপি পাইনি। পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *