সমাজের আলো : কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৩০ গ্রাম গাঁজাসহ মারুফা খাতুন (২৪) নামের এক নারীকে আটক করেছে। সে উপজেলার ব্রজবাকসা মোল্লাপাড়া এলাকার রানা হোসেনের স্ত্রী। সাতক্ষীরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার জানান-গোপন সংবাদের ভিত্তিতে ২৬ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে আসামীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ওই গাঁজা সহ আটক করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৪১(২)২২ হয়েছে। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান- আটককৃত আসামীকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

