সমাজের আলো ঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবেক
ক্রিকেটার আল-আমিন কবির চৌধুরী ডেভিড’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ
সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আল-আমিন
কবির চৌধুরী ডেভিড রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৫ মিনিটের সময়
সাতক্ষীরা সিবি হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ
করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, আমি ডেভিড’র মৃত্যুতে
গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
জেলার ক্রীড়াঙ্গণে অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে জেলা
ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবেক ক্রিকেটার আল-আমিন কবির চৌধুরী ডেভিড’র
অকাল মৃত্যুতে পুরাতন সাতক্ষীরা’র নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া
নেমে এসেছে। আল-আমিন কবির চৌধুরী ডেভিড’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার
পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

