নিজস্ব প্রতিবেদকঃ-সাতক্ষীরার পাটকেলাঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমিতে ফসল তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে ৩ জন মারাত্মক অহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সরেজমিন পরিদর্শন ও মামলার বিবরণে জানা যায়, কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ আলী খাঁর পৈত্রিকসূত্রে ও ক্রয়সূত্রে ধানদিয়া মৌজার ২২৫৩, ২২৫৭ দাগের ৮৩ শতক জমিতে প্রতিপক্ষ মৃত. হেদায়েত আলী (জায়েদ) খার পুত্র টিক্কা খাঁ ও তার বাহিনী আদালতের নির্দেশ অমান্য করে শনিবার (২৬ ফেব্রয়ারী) সকালে লাগানো পেয়াজ জোর পূর্বক উঠাতে যায়। এসময় মোহাম্মদ আলীর পুত্ররা বাঁধা দিতে গেলে আমজাদ খাঁ (৪২), ইসলাম গাজী (৪৫) ও আমজাদের স্ত্রী শাফিয়া বেগম (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা।

এঘটনায় জাকির হোসেন খাঁ বলেন, আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে পেঁয়াজ লাগানো ছিল। এই জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে।

এবিষয়টি নিয়ে আদালতের একটি মামলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর তদন্তভার পড়েছে। এই মামলার তদন্তের পূর্বেই প্রতিপক্ষ সন্ত্রাসীরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ফসল উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার ভাইসহ পরিবারের লোকেরা বাঁধাদিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে তাদের মুমুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। এর আগে উক্তজমি থেকে পেঁয়াজ উঠানোর মিথ্যা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল এই সন্ত্রাসীরা। বর্তমানে ওই জমিতে পেঁয়াজ থাকায় এবং তাদের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তারা জোর করে পেঁয়াজ উঠাতে যায়।
এহেন অপরাধের প্রতিকার চেয়ে থানায় মামলা করার চেষ্টা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *