পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের পরিচিতি সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুরে পৌর অডিটরিয়াম মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের এমপি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন এবং সাংসদের ভাই ইত্তেখার আহাম্মদ খাঁন লিটন।এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলাপরিষদের চেয়াম্যান মতিন ভুইঁয়া,জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা কাজী মো: আলি, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, সাধারন সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিলসহ স্থানীয় আ : লীগ নেতৃবৃন্দ।
নবনির্বাচিত পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার তাঁর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পৌরসভা পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মেহমান ও অতিথিদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

