সমাজের আলো : কালিগঞ্জে গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচিয়ে নুরআলম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, রবিবার দুপুর ১ টার সময় থেকে নুর আলমকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এসময় তাকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির পাশে একটি শেওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে গাছের ডাল থেকে তার মরদেহ নিচে নামিয়ে থানায় খবর দেয় স্বজনরা।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নুর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

