সমাজের আলো : একেকজনের বাড়ি একেক জেলায়। একত্র হয়ে তৈরি করেছেন ডাকাত দল। দলটির সদস্যরা ট্রাক নিয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াতেন। সুযোগ পেলেই লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করতেন। এরপর ট্রাকে ডাকাতির মালামাল তুলে নিয়ে লাপাত্তা হয়ে যেতেন।পাবনা জেলা পুলিশ গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ডাকাতি করা সাতটি গরুসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।আজ রোববার দুপুরে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান নিজ সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার ছয়জন হলেন পাবনার ফরিদপুর উপজেলার নেচরাপাড়া গ্রামের রোকন মোল্লা (২৮), বিলচান্দক গ্রামের আল আমিন (২০), চাটমোহর উপজেলার দোলং গ্রামের সিহাব উদ্দিন (২৬), সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (৩৭), কোরবান আলী (৪৮) ও একডালা গ্রামের কামরুল ইসলাম (২৮)।পুলিশ সুপার দাবি করেন, তাঁদের মধ্যে রোকনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ ১৯টি মামলা; সিহাবের বিরুদ্ধে তিনটি চুরির ও একটি ডাকাতির মামলা এবং আল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও একটি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, সাঁথিয়া উপজেলার নাগডেমরা ভিটাপাড়া গ্রামে মোতালেব হোসেন নামের এক ব্যক্তির গরুর খামার রয়েছে। ২০ ফেব্রুয়ারি রাতে তিনি খামারে গরুগুলো বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া দুইটার দিকে ডাকাত দলটি ওই খামারে হানা দেয়। তাঁরা খামারমালিক মোতালেব হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ১০টি গরু ও ২টি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় খামারের মালিক মোতালেব হোসেন গতকাল সাঁথিয়া থানায় একটি মামলা করেন। এ মামলার সূত্র ধরে পুলিশ ডাকাত দলের সন্ধানে মাঠে নামে। এরপর প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি বড় ট্রাক, একটি চোরাই মোটরসাইকেল, তিনটি দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত ১০টি মুঠোফোন, ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

