সমাজের আলো : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা অভিযযান চালিয়ে অবৈধভাবে সুন্দরবন হতে পারশে মাছের পোনা আহরণ করার অভিযোগে ৬ জেলেকে আটক করার পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রাম থেকে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নুর আলমের নেতৃত্বে বন কর্মীরা পারশে মাছের পোনাসহ ওই ৬ জেলেকে আটক করে।
আটককৃত জেলেরা হলো-বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামের হানিফ গাজীর ছেলে আনিছুর রহমান এবং খোল পেটুয়াগ্রামের জেহের খাঁর ছেলে মিজানুর রহমান, বাবুর আলী খাঁর ছেলে সাইফুল ইসলাম ও নজরুল শেখের ছেলে ফরিদ শেখ, রফিকুল ইসলামের ছেলে আবু জার ও মিজানুর রহমানের ছেলে আবু হাসান।
সাতক্ষীরা সহকরি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান প্রজনন মৌসুমে সুন্দরবনে নদী খালে পারশে মাছের পোনা আহরণ কঠোরভাবে নিষিদ্ধ আছে। কিন্তু কতিপয় দুর্নীতিপরায়ন ব্যক্তি বন বিভাগের চোখ ফাকি দিয়ে সুন্দরবনে পারশে মাছের পোনা আহরনের সময় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই ৬ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ কেজি পারশে মাছের পোনা আটক করে নদীতে অবমুক্ত করা হয়। আটকের পর ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ না করার জন্য সকলকে আহবান জানান এমএ হাসান।

