সমাজের আলোঃ প্রতিটি নিয়োগে শিক্ষা কর্মকর্তা র বিরুদ্ধে নানা অভিযোগ উঠে থাকে।দিনের পর দিন এ অনিয়ম চলছে জেলায়। মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ হলেই শিক্ষা অফিসারদের পোয়া বারো।
মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার বহেরা এ. টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে শুন্য অবস্থায় আছে। পদটিতে নিয়োগের জন্য ইতোপূর্বে ৪ বার নিয়োগ বিজ্ঞপ্তি ও দুই বার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নিয়োগ পরীক্ষায় পছন্দের ব্যক্তি উত্তীর্ণ হতে না পারায় ফল প্রকাশ না করে স্থগিত রাখা হয়। পরবর্তীতে যোগ্যদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করা হয়।এদিকে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হবে ২৯ জুন। কমিটির মেয়াদের শেষ প্রান্তে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিমুর রহমানের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ হয়ে জেলা শিক্ষা অফিসার মামুন তড়িঘড়ি করে ২৩ জুন নিয়োগ পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবার অন্যদিকে পূর্বের পরীক্ষাগুলোতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের পরীক্ষায় অংশ না নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে ভীতি প্রদর্শন করা হচ্ছে। যাতে তাদের পছন্দের প্রার্থীকে বাণিজ্যের মাধ্যমে নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে পারে।অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি গত নিয়োগে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ায় পছন্দের প্রার্থীর আলিমুল যোগ্য বিবেচিত না হওয়ায় ডিজি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নিয়োগ বোর্ড বাতিলের সুপারিশ করেন।
অভিযোগ পাওয়ার পর সাতক্ষীরা জেলা নিয়োগ বোর্ড স্থগিত করেছেন।
