শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা সারুলিয়া ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে মেম্বার আব্দুল হামিদের সভাপতিত্বে ৭নাম্বার ওয়ার্ড এর বাজার খোলা চরাট মড়ে আজ মঙ্গলবার বিকাল ৪ টায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৫০ তম স্বাধীনতা দিবস পালিত।
অনুষ্ঠানের আলোচনা পাকিস্তানি হানাদার দের বিরুদ্ধে যুদ্ধ করে বীর সন্তানেরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলেন এবং দেশের জন্য জীবন বিলীন করে দিয়েছিলেন তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন।
তিনি স্বাধীনতায় অংশগ্রহণ ও চলাকালীন কয়েকটি অপরেশনের এর লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই মাস্টার, আওয়ামী লীগ নেতা শংকর সাধু, ও আরো অনেকে। অনুষ্ঠান শেষে সর্বসাধারণকে মিষ্টিমুখ করানো হয়।

