সমাজের আলো : সংবাদের গভীরে অনুসন্ধান চালিয়ে আরও তথ্য সমৃদ্ধ সৃজনশীল সাংবাদিকতাই এখনকার দিনের চাহিদা। এই চাহিদা পূরণে দেশের সাংবাদিক সমাজ বস্তুনিষ্ঠভাবে কাজ করলে বাংলাদেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে। আর এই লক্ষ্যকে সামনে রেখে সংবাদকর্মীদের দায়িত্ব নিজেদের প্রশিক্ষিত করে জনকল্যাণে সংবাদ পরিবেশন করা।

বুধবার দুপুরে ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার প্রতিষ্ঠার তিন বছর পূর্তি ও চার বছরে পদার্পন উপলক্ষ্যে সাতক্ষীরার সাংবাদিক ঐক্য অফিসে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এসব কথা বলেন বক্তারা। তারা আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অনেক দূর এগিয়েছে। সমসাময়িক সংকট ও সম্ভাবনাকে চিহ্নিত করে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি করে কাজ করা।

সাংবাদিক ঐক্য’র আহবায়ক দৈনিক যুগান্তর ও এনটিভির সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মদিনের এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। সময়ের আলোর জেলা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংবাদিক ঐক্য’র সদস্য সচিব শরীফুল্লাহ্ কায়সার সুমন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল, ডিবিসি টেলিভিশনের এম জিল্লুর রহমান, দৈনিক খবরপত্রের মো: রবিউল ইসলামসহ সাংবাদিক ও সুধীজন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *