সমাজের আলো:  সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বৈকারী বাজারের পাশে একটি বাসা লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সদর থানার কুইক রেসপন্স টিমের সদস্যরা লকডাউন করে দেন ।

সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানিয়েছেন সপ্তম শ্রেণী পড়ুয়া একটি মেয়ে অসুস্থতা অনুভব করায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। ১৫ জুন তাকে করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়।মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এজন্য, করোনা সংক্রমণ রোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম বৈকারীস্থ আক্রান্তের বাসাটি লকডাউন করে দেন। লকডাউন কালে আরো জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নমুনা দেওয়ার পরে, সে সুস্থ অনুভব করায় হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বৈকারীস্থ নিজ বাসায় বসবাস করতে থাকে। তাকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একইসাথে, এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *