সমাজের আলো : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সরকার উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, শেখ জিল্লুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, শেখ আমজাদ হোসেন, মাকসুদুর রহমান মুকুল, রোকেয়া মোসলেম উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শিল্পী রানী মহলদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

