সমাজের আলো ঃ ঘরের তালা ভেঙে দু’পুলিশ কর্মকর্তার মোটর সাইকেল ও বাই সাইকেল চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের মাষ্টারপাড়ার আব্দুল মান্নানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
মাষ্টারপাড়ার আব্দুল মান্নানের ভাড়াটিয়া ও আদালতের গারদখানায় কর্মরত সহকারি উপপুলিশ পরিদর্শক মুরাদ হোসেন জানান, তিনি ও তালা-পাটকেলঘাটা কোর্টের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপপরিদর্শক (জিআরও) আবু বক্কর ছিদ্দিক একই বাড়িতে ভাড়া থাকেন। তার কলেজ পড়–য়া ছেলের একটি বাইসাইকেল ও আবু বক্কর ছিদ্দিকের একটি মোটর সাইকেল ওই বাড়ির নিচের তলায় রাখা হয়। শুক্রবার রাতে নিচের তলার ওই ঘরের তালা ভেঙে ফেলে মোটরসাইকেল ও সাইকেলটি চুরি করে চোর চক্রের একদল সদস্য। এর আগে চোর চক্রের সদস্যরা তাদের ঘরের বাইরের ছিকল লাগিয়ে দেয়। অভিযোগ পাওয়ার পর সদর থানার পুলিশ সিসি টিভির ফুটেজ উদ্ধার করে চোর সনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম কবীর সাংবাদিকদের বলেন, ওই দু’পুলিশ সদস্যের মোটর সাইকেল ও সাইকেল চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

