যশোর প্রতিনিধি : যশোর সদরের কাজীপুর গ্রামের জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে একই পরিবারের তিন জনকে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকাল ৯ টার সময় ভিকটিমদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ওই গ্রামে হারুন-অর-রশিদের ছেলে ফারুক হোসেন(৪০) হারুন অর রশিদ এর স্ত্রী রুপিয়া খাতুন(৬৫) ও ফারুক হোসেনের স্ত্রী নার্গিস আক্তার(৩০) গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন।
মামলার বাদি ফারুক হোসেন, অভিযোগে উল্লেখ করেছেন জমি জায়গা নিয়েপূর্ব শত্রুতার কারণে মঙ্গলবার সকালে তাদের বাড়িতে একই এলাকার নুর ইসলাম, মুরাদ হোসেন, রিপন হোসেন, রুবেল হোসেন, শাকিল হোসেন, শামীম হোসেন, এনামুল হোসেন, দিলু সহ কয়েকজন তাদেরকে মারপিট করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। সময় ফারুক হোসেন ফারুক হোসেনের মা রুপিয়া খাতুন ও স্ত্রী নার্গিস বেগম গুরুতর আহত হয় তারা বর্তমান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক এসআই রেজাউল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

