সমাজের আলো: করোনা ভাইরাসের প্রভাবে লক ডাউনের মধ্য দিয়ে বাজারে চা বিক্রি হচ্ছে প্লাস্টিকের গ্লাসে চিকিৎসকদের মতে, প্লাস্টিকের কাপে চা খাওয়া একেবারেই ঠিক নয়।গবেষকরা ইতিমধ্যে বারবার বলছেন, প্লাস্টিকের মধ্যে থাকা ‘বিসফেনল’ নামক টক্সিন স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায়। হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বকও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকী স্তন ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে।
গবেষণায় আরও জানা গিয়েছে, প্লাস্টিকের কাপ বানাতে সাধারণত যে যে উপাদান ব্যবহার করা হয়, সেগুলি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ক্লান্তি, হরমোনের ভারসাম্যতা হারানো, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।বোতল বা পাত্র তৈরিতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরাইডকে (পিভিসি) নরম করা হয় থ্যালেট ব্যবহার করে। এই ‘থ্যালেট’ আমাদের শরীরের জন্য বিষের ন্যায়।
শুধু তাই নয় প্লস্টিকের এই সমস্ত কাপে বা বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী ব্যাবহারের মাধ্যমে চা, কপি খাওয়ার পরে আমাদের আশে পাশের পরিবেশ রাস্তা, ঘাটে, স্কুল, কলেজে, বাজার বিভিন্ন জায়গায় ফেলে আবর্জনার স্তুব হয়ে উঠছে প্রতিদিনই। আর এরই কারণে আমাদের পরিবেশ নষ্ট ও ঝুকিপূর্ণ সহ বর্তমান করোনা পরিস্থিতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অনেকে ধারণা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *