রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জানা যায় , ২১/০৬/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ডিপি পুলিশের এসআই(নিঃ),মোঃ ফরিদ হোসেন এর নেতৃত্বে সংঙ্গীয় এসআই( নিঃ), মোঃ মুনিরুল ইসলাম, এএসআই, রফিকুল ইসলাম, এএসআই, জসিম উদ্দিন, কং, তোফায়েল আহমেদ, কং, সিরাজুল ইসলাম, কং, নজরুল ইসলাম, কং, মামুন মিয়া সশ্যামনগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানাধীন মধ্য পরানপুর গ্রামস্থ জনৈক আব্দুর রহমান এর মুদি দোকানের সামনে হইতে ১।মো. রেজাউল ইসলাম(২৫) পিতা, মো. লুতফর তরফদার ২। ইবরাহিম খলিল (২০) পিতা,মো আবু মুসা ৩।মো মারুফ হোসেন, সাগর(১৯) পিতা, মো মনিরুজ্জামান ৪। মো আবু সাঈদ গাজী(২০). পিতা,মো মিজানুর রহমান ৫। মো সজিব হোসেন (১৯).পিতা, মো জহিরুল ইসলাম ৬। শান্তনু মন্ডল (২১) পিতা হরিপদ মণ্ডল দেরকে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্যামনগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-৩৯, তাং ২১/০৬/২০২০। করোনা কালে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে সাধুবাদ জানান সুধিমহল এবং মাদক বিরোধী এমন ধরনের অভিযান অব্যহত রাখান আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *